গল্প : সোনা বউ
...
লিখাঃগল্পের উপসংহার
,,,,,
-----২য় পর্ব ,৩য় অংশ এক সাথে.........
...
...
বউ কই?
অরনীকে কোথায়ও খুঁজে পাওয়া
যাচ্ছে না,
বিয়ের রাতে বউ পালানোর ঘটনা
মূহুর্তের মধ্যে এলাকায় জানা-জানি
হয়ে গেলো, যে সম্মানের জন্য বাবা
আমাকে এতো তাড়াহুড়া করে বিয়ে
দিলো, তার আজ সব সম্মান নষ্ট করে
দিলাম, আমপর আগে থেকে বুঝা উচিত
ছিলো, এই মেয়েটা আমার টাইপের না,
আমাদের ফ্যামিলির সাথে যাবে না,
আমি অন্ধ হয়ে গেছিলাম।
.
.
লিয়ন যে ভয়ে তোর বিয়ে ঠিক
করলাম, সেটাই হলো, (আব্বু)
---আব্বু, আমাকে মাফ করে দেন, আমি
জানতাম না এমনটা হবে, (আমি)
---তোর আগে বুঝা উচিত ছিলো, যে
মেয়ে বিয়ের আগে পাত্র পক্ষের কাছ
থেকে পণ দাবী করে, সে মেয়েটা
কতো ভয়ংকর লোভি হতে পারে?
---আমি চুপ, মাথা নিচু করে আব্বুর
সামনে দাঁড়িয়ে আসি,
--আমরা চাইছিলাম, তুই সুখী থাক, তাই
মেয়েটার অন্যায় আবদার মেনে
নিয়েছিলাম, মেয়েটার যদি টাকার
প্রয়োজন ছিলো তাহলে আমাদের
বলতে পারতে, আমরা এর থেকে দ্বিগুন
অর্থ দিতাম, কিন্তু এখন যে সম্মান
আমাদের নষ্ট হয়েছে, তা অর্থের
বিনিময়ে কিনতে পারবো না (আব্বু)
---আমি নিশ্চুপ পাথরের মতো দাঁড়িয়ে
আছি।
--শুধু তোর সুখের জন্য, আমি আমার বন্ধু
মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করার
শেষ পর্যায়ে ভেঙ্গে দিছি, যখন তোর
আম্মুকে অরনীর কথা বলেছিস, (আব্বু)
--আব্বু, আপনি আপনার বন্ধুর সাথে কথা
বলুন, আজ এক্ষুনি আমি বিয়ে করবো।
(আমি)
.
.
,।
আব্বু রফিক চাচাকে ফোন করলো,
যেহেতু আমার বিয়ে নিয়ে রফিক
চাচার সাথে কথা হয়েছিলো, তাই
রফিক চাচা দ্বিমত করলেন না, তার
মেয়েকে আমাদের বাসায় নিয়ে
আসলেন, ইতিমধ্যে নতুন কনের জন্য
সমস্ত শপিং করা শেষ,...
.রাত দুইটা
কাজী সাহেব বিয়ে পড়ালেন, আমার
সৌভাগ্য কিনা দুরভাগ্য বুঝতে পারছি
না, যে এক রাতে দুই বিয়ে করে তাকে
কি বলে?(এক কথায় প্রকাশ, জাতি
কাছে প্রশ্ন রইলো)
--
.....চেনা নাই জানা নাই অচেনা একটা
মেয়ে আমার রুমে,
আমি ঘরে ডুকতেই খাট থেকে নেমে
এসে আমাকে পায়ে হাত দিয়ে
সালাম করলো,
--ঠিক আছে, উঠেন, (আমি)
--চলেন, নামাজ পড়ে আসি, হাদিসে
আছে বিয়ের রাতে স্বামী-স্ত্রী দুজন
মিলে দু-রাকাত নফল নামাজ পড়তে
হয়। (মেয়েটা)
মেয়েটার কথা মতো ওযু করে এসে
দুজন নামাজ পড়ে নিলাম, মেয়েটা
এক্ষুনো জায়নামাজে মোনাজাতে
আছে...
আমার মাথায় অরনীর কথা ঘুড়পাক
খাচ্ছে, মেয়েটা আমার সাথে এমনটা
করলো কেন? অরনীর জন্য আজ তার
নেকলেসটা কিনে ছিলাম, বাসর ঘরে
সারপ্রাইজ দিবো বলে, কিন্তু তার
থেকে বড় সারপ্রাইজ অরনী আমাকে
দিয়ে গেলো,
।
.
নেকলেসটা দেখতে দেখতে রাতে
কখন ঘুমিয়ে পড়িছি বুঝি নাই,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
--সকালে...
--এবার উঠুন, অনেক সকালে হয়ে গেছে,
আব্বু আপনাকে নাস্তার টেবিলে
ডাকছে
--আপনি কে?আর এখানে কেনো?
(আমি)
--আমি আপনার বউ তুসি, এখানে
খাকবো না কোথায় থাকবো?(তুসি)
--ও স্যরি, কাল আপনাকে ......
--ঠিক আছে, আপনি কেমন পুরুষ বলেন
তো, বাসর ঘরে নতুন বউ রেখে কেউ
ঘুমায়?(তুসি)
--এখানোও আমার পুরুষত্ব নিয়ে
টানাটানি?
আমার অনেক ঘুম পাচ্ছিলো, আর
আপনি লম্বা একটা মোনাজাত
ধরেছিলেন, কখন ঘুমিয়ে গেছি বুঝতে
পারিনি।
---আমাকে কেমন লাগছে? কেমন মানুষ
আপনি, আমার জন্য এতো সুন্দর একটা
নেকলেস কিনে না দিয়েই, বুকের উপর
রেখে ঘুমিয়ে পড়ছেন(তুসি)
---আসলে কথা হচ্ছে যে----
---স্যরি বলতে হবে না, আমি বুঝতে
পারছি।এখন নাস্তার টেবিলে আসেন,
সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ...
.কথা মাঝ পথে থাসিয়ে দিলো,
নেকলেসটা আসলে অরনীর জন্য কিনা
হয়েছিলো, কিন্তু ভাগ্য পরিক্রমায়
সেটা এখন তুসির কাছে------
ভেঁজা খোলা চুলে, পড়নে হলুদ
শাড়িতে মেয়েটা অপরুপ সুন্দর লাগছে,
কিন্তু এতো সকালে গোসল করার
কারণ খুঁজে পেলাম না।রাতে আমি
তো ঘুমাই পড়ছিলাম।
.
.
.
নাস্তা করেই বাসা থেকে বের হলাম
খুব দ্রুত, আজ অরনীকে খুঁজে বের করতে
হবে, আমার সাথে এমনটা কেন করলো,
তার উওর জানতে হবে, জয় অরনী খবর
জানতে পারে,
--হ্যালো দোস্ত কই (আমি)
--সালা তোর দেখি ডাবল কপাল, এক
রাতে দুই বউ (জয়)
--ধুর! সব সময় ফাজলামি করিস না, কই
আসোস তাই বল!
--বাজারে চলে আয়,
--হুম, আসতাছি
ফোনটা রেখে, একটা রিক্স নিয়ে
বাজারের উদ্দেশ্য রওনা হলাম, যদিও
এই অল্প রাস্তা আমি প্রতিদিন হেঁটে
যাই, কিন্তু আজ খুব তাড়া, অরনীর
সর্ম্পকে জানতে হবে।
.
.
.
কিরে নতুন জামাই, বউয়ের আঁচল থেকে
এতে জলদি কিভাবে আসলি?(জয়)
--দোস্ত, ফাজলামি রাইখা বল, অরনী
কই?আর ও এমনটা করলো কেন?(আমি)
--দোস্ত অরনী কই সেটা জানি না,
কিন্তু আমি জানি তুই অরনী সর্ম্পকে
সর্বপ্রথম আমারে জিজ্ঞেস করবি,
তাই একটু খোঁজ-খবর নিয়েছি, অরনী
ওর বিএফের সাথে পালিয়ে গেছে,
আসলে তোর সাথে সাতদিনের
প্রেমের ব্রেকআপ হওয়ার পর মাহাবুব
নামে একটা ছেলের সাথে রিলেশন
শুরু করে, তুই যেদিন ওকে দেখা করতে
বলছিলি অরনী সেদিন শুধুমাত্র
নেকলেসের লোভে গিয়েছি,কিন্তু
হতাশ হয়ে ফিরে আসে, পরে অরনীর
বিএফের সাথে প্যান করে এতো
টাকা-গহনা তোর কাছ থেকে হাতিয়ে
নিয়েছে, সালা বদল তুই একটা, মেয়ের
মিষ্টি কথা শুনে পাগল হয়ে এতোগুলা
টাকা নষ্ট করলি, এর থেকে এতিম-
খানায় দান করলে ভালো হতো।(জয়)
--দোস্ত আমার মাথা ঘুড়ছে, আমাকে
ধর
(জ্ঞান হারিয়ে ফেলে লিয়ন)
জয় ধরে দ্রুত নিকটতম হাসপতালে
নিয়ে যায়।
...............
................
-----৩য় অংশ-----
....
হালকা চোখ খুলে দেখি আমার মাথার
পাশে তুসি বসে আছে, আমি
হাসপাতালের ব্রেডে শুয়ে আছি,
আমি এখানে কেনো?
--আপনার বন্ধু জয় এখানে নিয়ে
এসেছে, সকালে তাড়াহুড়া করে না
খেয়ে বাসা থেকে বের হয়ে আসলেন,
কাল রাতেও কিছু খাননি, তাই মাথা
ঘুরে অজ্ঞান হয়ে গেছিলেন(তুসি)
.
সেদিন বিকালে হাসপাতাল থেকে
ছাড়া পেলেও গত এক সাপ্তাহ ব্রেড
থেকে ছাড়া পায়নি, মেয়েটা
আমাকে বাসা থেকে বের হতে
দেয়নি, মেয়েটা এতো সাহস কোথায়
পায়, আমি ভাবলে অবাক হয়ে যাই,
মনে হয় আমি বড় কোনো রোগের রুগি
আর কিছুদিন বাঁচবো এমন সব
সেবাযত্ন,
.
তুসির অভিযোগ
....বিয়ের আজ পাঁচ মাস হলো, আমাকে
কোথায়ও ঘুড়তে নিয়ে যাননি, কেমন
লোক আপনি?,
--আমি এমনি, সেটা নিয়ে আপনাকে
না ভাবলেও চলবে
--আমি ভাববো কেন, আপনার ভাবার
জন্য তো অরনী আছে, সে আপনার জন্য
ভাববো
--এক্মকিউসমি, আপনি অরনীকে এর
মধ্যে টানছেন কেন,
--না হয়তো কি, আপনার জন্য অরনী
ভালো ছিলো, অরনী বলার অাগেই
অাপনি সুরশুর করে অরনীকে নিয়ে
ঘুড়তে যেতেন।
আপনি ঘুড়তে যাবেন, সরাসরি বললে
হয়, এতো ঘুড়িয়ে কথা বলার কি আছে,
আজিব তো, বিকালে রেডি হয়ে
থাকবেন, আপনাকে নিয়ে ঘুড়তে
যাবো,
একথা বলার পর তুসির দিকে তাকিয়ে
দেখি মেয়েটার খুশিতে চোখ-মুখ জ্বল
জ্বল করছে, যেন হাতে আলাদিনের
প্রদীপ পেয়েছে,বলেই অফিসের
দিকে রওনা দিলাম.
..
সারাদিন অফিসের ব্যস্ততায় সকালে
তুসিকে দিয়ে আসা কথা ভূলে
গিয়েছিলাম.
....
তুসি অনেক বার ফোন দিয়ে
মিটিংয়ে থাকায় ফোন ধরতে
পারিনি, এই মেয়েটার জন্য,, শুধু মাত্র
তুসি জন্য এতো বড় ঝামেলা আমার
উপর পড়েছে -আব্বু অফিসের সমস্ত
দায়িত্ব আমার উপর দিয়েছে, তুসি
আমাকে প্রতিদিন অফিসের জন্য ঘুম
থেকে ডেকে তুলে দিয়া থেকে শুরু
করে নাস্তা করা, কোন ড্রেস পড়ে
অফিস যাবো, সেটা ঠিক করে দেওয়া
এবং দুপুরের খাবার তৈরী করে দেওয়া
পৃযন্ত সমস্ত কাজ এক হাতে করে, তার
হুকুম দুপুরে বাহিরের খাবার একদম
খাওয়া যাবে না, তার সব কথা না
শুনলে হয় আম্মুর কাছে অভিযোগ, না
হয় অরনীকে নিয়ে প্যরা দেওয়া
...এজন্য সমস্ত কথা অক্ষরে অক্ষরে
পালন করতে হয়, কারণ একবার নিজের
অজান্তেই আব্বু-আম্মুকে কষ্ট
দিয়েছি, দ্বিতীয় বার সেই ভূল আমি
করতে চাই না.....
শারীরিক সর্ম্পক যে সবকিছু নয় তার
বাস্তব প্রমাণ আমরা, কারণ দীর্ঘ পাঁচ
মাস আমাদের স্বামী-স্ত্রী সর্ম্পক
থাকলেও, আমি কোনো দিন তার
সাথে শারীরিক সর্ম্পকে যায়নি এবং
সেও আমাকে বাধ্য করেনি,...
এ নিয়ে তুসির সাথে আমার কোনো
দিন কথাও হয়নি, তুসির এ নিয়ে
কোনো অভিযোগ নেই,...
.
তুসি ফোন এখনো ব্যাক করা হয়নি,
হয়তো মেয়েটা অনেক কষ্ট পেয়েছে
ফোন রিসিভ না করায়, ইতিমধ্যে
আবার তুসির ফোন..
.আপনি আমাকে নিয়ে ঘুড়তে যাবেন
সেটা মনে আছে, কোথায় আপনি?
(তুসি)
--একটু ওয়েট করুন, আমি চলে আসছি
গাড়ীটা দ্রুত বাসায় পৌঁছে গেলাম,
মেয়েটা অাগে থেকে তৈরী হয়ে বসে
আসে, বুদ্ধি আছে বলতে হবে, গাড়ীটা
নিয়ে বের হলাম..
মেয়েটাকে অনেক সুন্দর লাগছে,
তবে অন্য সব মেয়েদের মতো সাজতে
পছন্দ করে না তুসি, এমনিতে তুসিকে
অনেক সুন্দর দেখতে,তবে আজ একটু
চোখে কাজল দেওয়ায় বাড়তি
সৌন্দর্য সৃষ্টি করেছে, তাছাড়া
আমার পছন্দের কালো শাড়িঁটা
পড়েছে, অরনীকে একটা কালো শাড়িঁ
গিফট করে বলেছিলাম পড়ে আসতে,
কিন্তু কোনোদিন পড়েনি, বলে শাড়িঁ
নাকি ক্ষ্যাত মেয়েরা পড়ে,শাড়িঁটা
অবশ্য ফেরত দিয়েছিলো,
--এই মিস্টার কোথায় হারিয়ে গেলেন
(তুসি)
--না, মানে, ইয়ে, আপনাকে কালো
শাড়িঁতে অনেক সুন্দর লাগছে,
যাক বাবা, আজ পাঁচ মাস পর আমার
বরের মুখে বুলি ফুটেছে, তা মিস্টার
লজ্জাটা কবে ভাঙ্গবে?
--কিসের লজ্জা?
--স্বামী-স্ত্রীর মাঝে যে লজ্জা
থাকতে নেই।
কালো শাড়িঁটাকে সত্যি আপনাকে
অনেক সুন্দর লাগছে, কালো পরীদের
মতো, (আমি কথার প্রসঙ্গ অন্য দিকে
ঘুড়িয়ে নিলাম)
--কালো পরী হয় নাকী, জানতাম না
তো, শুনেছি লাল, নীল, সাদা রংয়ের
পরী হয়।
--মনে কল্পনায় সব কিছু হয়, আর কালো
পরী আমার কল্পনার, যাকে আমি ...
(মাঝ পথে কথা বন্ধ)
--যাকে আপনি আলমারিতে লুকিয়ে
রাখেন
--মানে?
--মানে হলো আপনি খুব অদ্ভুদ, উপরের
দেখাবেন আমাকে আপনি পছন্দ করেন
না, কিন্তু ঠিকই আমার জন্য গিফট
কিনা হয়..
--আপনার জন্য কি গিফট কিনলাম
--ন্যকা ষষ্টি, বাসর ঘরের নেকলেসটা
পর এখন এই কালো শাড়িঁটা, আপনি
কিভাবে বুঝলেন আমার কালো রং খুব
পছন্দ, আলমারিতে পুরনো বিয়ের
অ্যালবাম খুজতে গিয়ে শাড়িঁটা
পেলাম, হাতে দিতে বুঝি আপনার
সম্যসা? তাহলে রুমের মধ্যে চিঠির
বক্সের মতো বড় একটা বক্স ঝুলিয়ে
রাখবো, সেটার মাঝে যা দেওয়ার
দিয়ে যাবেন.।।।
আসলে হয়েছি কি ...
আমি বলি আসলে কি হয়েছে, রাতে
আপনি শাড়িঁটা নিয়ে এসে দেখেন
আমি ঘুমিয়ে পড়ছি, তাই ওখানে
রাখছেন তাই না?
---মানে, হুম, (কিন্তু এটা অরনীর গিফট
করা শাড়িঁ যা আমাকে ফেরত
পাঠানো হয়েছিলো,সত্যি বললে কষ্ট
পাবে, তাই বলা হলো না, সাঝে মাঝে
অন্যের সুখের জন্য মিথ্যা বললে পাপ
হয় না)
--আপনার আমার পোশাকের রং এক,
এতোক্ষণ খেয়াল করি নাই, যে আমি
কালো রংয়ের পোশাক পড়ে আছি,
প্রতিদিন তুসি নিজেই অফিসের
যাওয়ার সমস্ত ড্রেস প্রস্তুত করে দেয়,
তাই আমাকে এটা নিয়ে আমাকে
ভাবতে হয় না,
,
,
চলেন বাসায় যাই, স্যন্ধা ঘনিয়ে
এসেছে,
গাড়ী কালো, দুজন মানুষের পোশাক
কালো, সাথে পরিবেশটা কেমন
কালো অন্ধকারে ঘনিয়ে এসেছে,
কিন্তু আসার পাশে বসে থাকা
মেয়েটা একদম সাদ-সিধে মেয়েটার
সরলতা আমাকে মুগ্ধ করছে, গ্রাম
বাংলার আট-দশটা সাধারণ গৃহবধুর
মতো তুসি, যদিও উচ্চশিক্ষত, তবুও তার
মধ্যে বিন্দু পরিমান অাধুনিকতার
ছোঁয়া লাগে নি,
রাতে খাবারটা অাজ অনেক সুস্বাদ
হয়েছে, অাম্মাকে ধন্যবাদ দিলাম,
সুন্দর রান্নার জন্য, কারণ আমার
পছন্দের বিরিয়ানি আম্মু নিজেই
রান্না করে, কাজের লোক দিয়ে আমি
রান্না করতে বারণ করেছি, কিন্তু
আম্মু আজ রান্না করেনি, আজ রান্না
করেছে তুসি,
তুসিকে ধন্যবাদটা দেওয়া হলো না..
.
এতো কষ্ট করে আমি তোমার জন্য
রান্না জন্য রান্না করলাম, একটা
ধন্যবাদ দিলে না, কিন্তু ঠিক ই হাত
চেটে-পুটে খেলে।
(মেয়েটার আজ প্রথম আমাকে তুমি
করে বললো)মতলবটা কি?
জয় মেসেজ দিয়েছে, অরনীর সম্পকে
কি যেন বলবে,
খাটের উপর শুয়ে শরৎচন্দ্রের একটা বই
পড়ছিলাম, এমন সময় তুসি এসে আমার
হাত থেকে বইটা সরিয়ে, রুমের ড্রিম
লাইট অফ করে দিয়ে, আমাকে বুকের
মাঝে চাপ দিয়ে জড়িয়ে ধরলো, যেন
তার বুকের সাথে মিশে গেলাম,
একটুপর তার কোমল ঠোঁটের সাথে
আমার ঠোঁট মিলিয়ে দিলো, আমি
তাতে সায় দিলাম, তারপর....
.......................
......
....nxt....কালকে শেষ অংশ
..
..``Nil T-Shirt N``..
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3691 (2)
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Šā§Ģ PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ