āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3689

ছেলেটি বাসর ঘরের দরজা লাগাতে লাগাতে বউকে বললো...!

--রেডি আছোতো...?

বউ ভয়ে চুপসে গেলো কথাটি শুনে...অচেনা-অপরিচিত কারোর মুখে হঠাৎ এমন কথা শোনাটাই অস্বাভাবিক... তার উপড় আবার বাসর রাত...!

বউ ঘোমটা তুলে কাপা কাপা গলায় বললো...!

--মানে...?

ছেলেটি গিয়ে বউয়ের পাশে বসলো...কিছু সময়ের জন্যে ওর চেহারা খানা দেখে নিলো...কি সুন্দর চেহারা... কিন্ত এখনো বউয়ের মুখে ভয়ের ছাপ বিদ্যমান...ছেলেটি আবার তাকে বললো...!

--রেডি হও...!

কথাটি বলার পরে বউ আরও ভয় পেয়ে গেলো...আস্তে আস্তে ছেলেটির থেকে দূরে সরে যেতে লাগলো...
বউয়ের এই কাজ দেখে ছেলেটি মনে মনে হাসছে...ছেলেটির মনে আরো দুষ্টুমী করার ইচ্ছা হতে লাগলো...ছেলেটি আবার বললো...!

--কি হল...?বিয়ের কাপড় গুলো
খুলো,তারপর রেডি হও...!

উপড়ের কথাটা শুনে বউ এবার খাট থেকে নেমেই পড়লো...ভয়ে ভয়ে রুমের দরজার কাছে চলে
যেতেই ছেলেটা ওর হাত চেপে ধরলো... মেয়েটা মনে হয় অন্য কিছু ভেবে এতোটা ভয় পেয়েছে...থর থর করে কাঁপছে মেয়েটি...ছেলেটি ওর ভয় কাটানোর জন্যে বললো...!

--আরে বাবা,বাহিরে চাঁদ দেখতে যাবো তোমাকে নিয়ে,তাই বিয়ের কাপড় খুলে অন্য কাপড় পরে রেডি হতে বললাম... তোমরা মেয়েরা পারোও বটে...!

এবার বউয়ের মুখে হাসি ফুটে উঠেছে...আহা কি হাসি...মনে হচ্ছে মোনালিসার সেই জগত ভোলানো হাসি...এই হাসির প্রেমে পরে গেলো ছেলেটি...!

বাহিরে বসে আছে ছেলেটা আর মেয়েটা যারা এখন স্বামী-স্ত্রী...ছেলেটির মনে বউ কথাটা ভাবতেই কেমন যেনো ভালবাসা উপচে উঠছে...আহা কি মধুর ডাক...বউ...কি আনন্দ আকাশে বাতাসে...আজকের চাঁদটাই যেনো ছেলেটির দেখা সবচেয়ে সুন্দর চাঁদ...!

রাতের অপরুপ চাঁদের আলোতে বউয়ের চেহারাটা সাদা ধবধবে হয়ে উঠেছে...কি মায়াবী চেহারা...ছেলেটির মন বলছে সারাজীবন চেয়েই থাকুক সে...হঠাৎ করে বউয়ের হাত ধরে বসলো ছেলেটি...বউ কিছুটা লজ্জা পেলেও হাত ছাড়িয়ে নেইনি...ওর হাতে আলতো করে একটা চুমু খেলো ছেলেটি...ছেলেটির ঠোটের স্পর্শ পেয়ে সে চোখ বন্ধ করে ফেললো...ছেলেটির মনে হলো এটাই বুঝি ভালোবাসা...!

ছেলেটি চাঁদ দেখছে আর মাঝে মাঝে পাশে বসে থাকা অপ্সরীকে দেখছি...বউও তাকে দেখছে আবার
লজ্জাও পাচ্ছে...হঠাৎ ছেলেটি তার বউয়ের হাতের স্পর্শ পেলো...স্বামীর হাতটা সে তার হাতের মধ্যে নিয়ে নিলো... ছেলেটিও ভালবাসার অনুভুতিতে একবার চোখ বন্ধ করে ফেললো...তার পর যা হলো তার জন্য ছেলেটি মোটেও প্রস্তুুত ছিলো না...বউটা ছেলেটির হাতের আংগুলে কামড়
দিয়ে দৌড়ে পালালো...!



তারপরই ছেলেটির ঘুম ভেঙে গেলো আার একবুক আফসোস নিয়ে সে মনে মনে ভাবতে লাগলো...সত্যিইকি আমার এমন একটা বউ হবে...!

অাহারে পাগলা কি আপসোস,,,,,

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ