শীত নিয়ে রম্য
.......
শীতের মৌসুমের আসল মজা লুটতে
প্রত্যেক ব্যাচেলরের উচিত বিয়ে করে
ফেলা।
শুধু কম্বলে কি আর শীত কাটে তাছাড়া
কোলবালিশ বেচারা আপনার দেওয়া আর কত
অত্যাচার সহ্য করবে বলুন!
.
এবং যারা আগেই একটা করে বিয়ে করেছেন
তাদের আরো একটা বিয়ে করা দরকার।
দুই বউয়ের মাঝখানে শোবার ফলে নিখাত
উষ্ণতার পাশাপাশি কম্বল, বালিশ কেনার টাকা বেঁচে
যাবে।
তবে দুই বউয়ের চিপায় পড়ে পোটল তুললে
কর্তৃপক্ষ দায়ী নহে।
.
শীতকালে যারা গোসল করার চাইতে
এভারেস্ট জয় করাটাকে সহজ বলে মনে
করেন তারা টেস্ট ক্রিকেটের লিড পদ্ধতি
অনুসরণ করতে পারেন।
এখন এই হালকা শীতে প্রতিদিন দুবার বার করে
গোসল করে গোসলের লিড নিয়ে সেই
লিডকৃত গোসল হাড় কাঁপানো শীতের দিনে
কাজে লাগাতে পারেন।
.
অনেকের কাছে শীতকালের অপর নাম
আমাশয়কাল!
আমাশয়ের সন্ধিবিচ্ছেদ হলো আম+আশয়।
অর্থাৎ সন্ধিবিচ্ছেদগত ভাবে আমাশয়ের অর্থ
হলো আমের আসাআসি।
তাই আমাশয় থেকে মুক্তি লাভে কলিকাতা
হারবালের শরণাপন্ন না হয়ে আম যাতে গাছে না
আসে সেজন্য বাড়ির আশেপাশের আমের
মুকুল নষ্ট করে ফেলুন।
.
শীতের রাতে ব্যাচেলরদের জাতীয় খেলা
হলো ব্যাডমিন্টন।
ব্যাডমিন্টন খেলাটা অনেক ব্যায়বহুল।
খরচ কমাতে খেজুর কিংবা তালের ঠোংয়া দিয়ে
ব্যাডমিন্টন ব্যাট বানাতে পারেন এবং
বাঁশের কুঞ্চির ভিতর মুরগির পালক ঢুকিয়ে কর্ক
তৈরি করতে পারেন।
ট্রাস্ট মি ছোটবেলায় আমরা গ্রামের ছেলেরা
এভাবেই খেলতাম।
.
শীতে অনেক মেয়েদের পা ফেটে যায়।
বালিকা লজ্জার কিছু নাই।
বেশি করে মূলা খেতে পারো।
মূলাতে আছে বিটা ক্যারোটিন যা পায়ের
ত্বকের জন্য খুব উপদেয় তাছাড়া মূলা রাতে
তোমার কম্বল গরম রাখতে সাহায্য করবে।
.
যাদের চেহারা পাটকাটির মত লকলকে তাদের
জন্য শীতকাল এনে দেয় শাক দিয়ে
মাছ ঢাকার এক সুবর্ণ সুযোগ।
ভারি দেখে কয়েকটা পোষাক গায়ে জড়িয়ে
নিন।
ব্যাস! শীতো কাটলো আবার বডিতে সালমান
খানের লুকও আসলো।
.
গোলাপ ফুল দিয়ে কোন মেয়েকে
প্রোপোজ করাটা কমন হয়ে গেছে।
প্রোপোজে বৈচিত্র আনতে পারে
শীতের সবজি ফুলকপি।
তাছাড়া প্রোপোজে ব্যবহৃত ফুলকপি সবজি
হিসেবেও খাওয়া যাবে।
মেয়েও খুশি, রান্নার জন্য ফুলকপি পেয়ে
মেয়ের মাও খুশি।
.......
লিখাঃ
Ashraful islam
(নাটোরের কাঁচাগোল্লা)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3688
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§:ā§Šā§¨ PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ