āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§§ā§Ē āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3687

>:)এই রোমান... কোলবালিশ ফেলে এবার উঠ বাবা.. আর কতক্ষণ ঘুমাবি, সকাল নয়টা বেজে গেছে কলেজে যাবি না..?? (মা)
>:) কি.. নয়টা বেজে গেছে আগে বলোনি কেনো..? আজকে আমার খবর আছে..( রোমান)
:তোর আবার কিসের খবর..?? ( মা)
: সেটা তুমি বুঝবে না.. ( রোমান)
:
আজকে সিনথিয়ার সাথে একটা পার্কে দেখা করার কথা ছিল রোমানের, সিনথিয়া হলো রোমানের বুকের বাম পাশে যে হৃদপিন্ড টা থাকে সেইটা..
এদিকে রোমান খুব দ্রুত রেডি হয়ে, তার হৃদপিন্ডর সাথে দেখা করতে যাচ্ছে..
প্রায় আধা ঘন্টা লেট করে রোমান পার্কে পৌছালো, গিয়ে দেখে সিনথিয়া খুব অভিমানি মুখ করে এক কোনে বসে রয়েছে..
এদিকে রোমান ভাবছে তার অভিমান কি করে ভাঙ্গাতে হয়..
কখন আসছো.. (রোমান)
সেটা কারো জানা লাগবে না.. (সিনথিয়া )
ওলে বাবা... পাগলি টা যে ভীষণ রাগ করেছে.. (রোমান)
এই যে মিস্টার রোমান, আমি কারো পাগলি না I'm Sinthia.. (সিনথিয়া)
রোমানের মনটা এবার খারাপ হয়ে গেলো, পার্কের অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে..
:
এবার রোমান একটা রক্তিম গোলাপ ফুল নিয়ে, সিনথিয়ার সামনে হাটু গেড়ে বসে বলা শুরু করলো..
হে আমার মনের রাজ্যের রাজকুমারী, তোমার জন্য অনেক বাধা পেরিয়ে এসেছি আমি.. যানি আমার আসতে হয়েছে একটু দেরি,  তাই বলে তোমার পছন্দের গোলাপ আনতে ভুলতে পরি..?? ( রোমান)
আমার রাজকুমারের জন্য আধা ঘন্টা কেনো, প্রয়োজন হলে সারা জীবন অপেক্ষা করবো..(সিনথিয়া)
তাহলে এতক্ষণ ঐ ভাবে কথা বলছিলে কেনো..(রোমান)
ঐ ভাবে কথা না বললে আমার পাগলের এত সুন্দর একটা প্রপোজ পেতাম.. (সিনথিয়া)
পাগলি একটা... (রোমান)
হুম.. শুধু রোমানের পাগলি আমি.. (সিনথিয়া)
:
রোমান আর সিনথিয়া পাশাপাশি বসে আছে, হঠাৎ তাদের নজর গেলো তাদের সামনে বসা একটি ছেলে ও একটি মেয়ের দিকে..
সেই ছেলে মেয়ে দুজনের মুখ ছিল অতি কাছে, মানে অন্য জগতে..👄👄
রোমান আর সিনথিয়ার বুঝতে বাকি রইলো না, যে তারা কি করছে..
আসলে পার্কের ভিতর এমন টায় হয়..
সিনথিয়া এবার রোমানের চোখের দিকে তাকাতে লজ্জা বোধ করছে..
রোমান সেটা বুঝতে পেরে সিনথিয়ার লজ্জা ভাঙ্গানোর জন্য সিনথিয়ার মুখের কাছে তার মুখটা নিয়ে গেল..
আর সিনথিয়া সেটা বুঝতে পেরে চোখ দুটো বন্ধ করে ফেললো..
কিন্তুু রোমান ঠোটে ঠোট রাখেনি, সিনথিয়ার কপালে আলতো করে একটি ভালোবাসার পরশ একে দিল..
এটাই তো প্রকৃত ভালোবাসা..
থাক না ভালোবাসার মধ্যো একটু দুষ্টু মিষ্টি অভিমান, কারণ এই অভিমান দিয়েই ভালোবাসার ঔজন করা যায়..
আর এই ভাবেই অনন্ত কাল বেঁচে থাকুক, রোমান আর সিনথিয়ার ভালোবাসা..

=)) গল্পটি কাল্পনিক, কিন্তুু বাস্তবে এরকম অনেক রোমান আর  সিনথিয়া আছে..
:
Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ