***মা**
লেখক:মীর অনিক
,
- হ্যালো তুই কই?
- দোস্ত আমি স্লিপিং পিল কিনে আনছি
- কেন? :O
- আমি মারা যাব দোস্ত! আমি সুইসাইড করব!
- কেন সুইসাইড করবি কেন?
- আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে
- পাগলামি করিস না দোস্ত! তুই গ্রামে আয়! যত তাড়াতাড়ি পারিস গ্রামে আয়
- না’রে আমি আর গ্রামে যাব না । আমি মারা গেলে আব্বা আম্মার সাথে তুই আসিস দোস্ত আমার লাশ নিতে!
- দোস্ত! এখন পাগলামি করার সময় না । আমি তোকে একটা কাজে ফোন দিয়েছি! একটা খারাপ খবর আছে!
- আমার আর খারাপ খবর! এত কষ্ট নিয়ে আমি বাঁচতে পারব না দোস্ত! আমি মরব এখনই মরব আমি ফোন রাখতেছি । মাফ করিস আমায়
- দোস্ত শোন শোন! তোর মা কিছুক্ষণ আগে মারা গেছে
- কি?
- হ্যা । বাড়ির সবাই অনেক কান্নাকাটি করছে । আমি তোকে এই খবর জানাতেই কল দিয়েছি
- কি বলিস তুই! এটা হতে পারে না আমার মা মরতে পারে না! আমি আসতেছি!
পাগলা ছেলেটা মেস থেকে দৌড়ে নেমে রিকশা নিল । রিকশাওয়ালা অবাক হয়ে বলল,
- কানতেছেন কেন মামা? কি হইছে? আল্লাহ্ রে ডাকেন মামা! কাইন্দেন না
ছেলেটা চোখ শার্টের হাতা দিয়ে চোখ মুছল । গতকাল রাতেও মা কল দিয়েছিল । তখন গার্ল ফ্রেন্ড এর সাথে তুমুল ঝগড়া হচ্ছিল । মা ফোন দিয়ে বলল,
- বাবা খাইছিস? পড়া শোনা কেমন চলে
- উফফ মা এত জ্বালাও কেন! এত কল দিও না তো!
বলে সে লাইনটা কেটে দিয়েছিল । ছেলেটা বাসে জানালার কাঁচে মাথা ঢেকিয়ে বসে রইল । ঢাকা যেদিন প্রথম এসেছিল সে । মা পাশে ছিল । মা’র মুখটা চোখে ভাসছে । চোখ থেকে টপটপ করে পানি পড়ছে!
গতমাসে বাড়ি গিয়েও মা’কে দেখেছে রান্না ঘরে রান্না করছে । এবার আর মা নেই । মোবাইলটা ভুলে মেসে ফেলে রেখে এসেছে সে । বাসটা কখন গ্রামে পৌঁছাবে!
ছেলেটা বাস থেকে নেমে পাগলের মতন দৌড়াতে শুরু করল । একজনের সাথে ধাক্কা লেগে মাটিতে উপর হয়ে পড়ে গেল কাদার উপর । ময়লা কাদা শরীরে নিয়ে বাড়িতে গেল ।
বাড়িটা শুনশান মৃত নগরীর মতন হয়ে আছে । বাড়িতে কেউ নেই? ছেলেটা ক্লান্ত পায়ে উঠোনে এসে দাঁড়াতেই ঘর থেকে তার মা বের হয়ে এল!
পাগল ছেলেটা “মা” বলে চিৎকার দিয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরল! মা অবাক হয়ে বলতে লাগল, আমার পাগলা বাবার কি হইল আবার? আমার বাবা কান্দে কেন? ও বাবুর বাপ! আমার ছেলে কান্দে কেন?
বন্ধুটি তারপর একদিন ছেলেটিকে বলেছিল,
গার্লফ্রেন্ড ছাড়া জীবন অচল? হা হা হা! জীবনে আর কিছুই নাই? ওকে মামা ঠিকাছে! এখন স্লিপিং পিল খায়া মইরা যাও! আমি আর তোরে মিথ্যা কমু না! :
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2772
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ž:ā§Ģā§§ PM

āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ