āϏোāĻŽāĻŦাāϰ, ⧍ā§Ģ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2328

♥♥♥ফেরিওয়ালার প্রেম♥♥♥

____________(গ্রামের মধ্যে)____________
এই চুরি রাখবেন চুরি.......রেশমি চুরি.....চুরি রাখবেন চুরি....... লোকটির আওয়াজ শুনে ঘর থেকে বের হলো রীনা...... আর ডাক দিল____👌

ওভাই চুরি ওয়ালা এদিকে এসো.....ডাক শুনতে পেয়ে কাছে আসল..... জ্বী বোন কিছু লাগব তোমার..??👰(রীনাকে দেখেই ভালো লেগে যায়)

হু ভাই আমার চুরি দরকার....নীল রংয়ের রেশমি চুরি....আমার খুব ভাল লাগে,আছে তোমার কাছে..?

এইটা কি বললেন বোন,,,আমার কাজই তো এইটা থাকব না কেন...??
তাহলে দাও ......
তুমিতো অনেক সুন্দর,,,, তোমাকে তো লাল চুরিতে বেশ মানাইতো...

সত্যি...বলছো ..?
হুম, মিথ্যা বলব কেন...?
আচ্ছা,তাহলে লাল চুরিই দাও..

দাম কত...?

১৫ টাকা___

তারপর থেকে সবসময় ফেরিওয়ালা চুরি বিক্রি করার জন্য একই রাস্তায় যাতায়াত করত....মাঝে মাঝে মেয়েটি তার কাছ থেকে চুরি কিনত.......

কিছু দিন পর আবার ফেরিওয়ালা ঐ রাস্তা দিয়ে যাচ্ছিল____মেয়েটি ডেকে জানতে চায় তোমার বাড়িতে কে কে আছে...?

আমার মা আর ছোট ভাই,,,,, সে লেখা পড়া করে,,,,,ছোট বেলায় বাবা মারা যায়___এখন আমিই সংসার চালাই___
ও আচ্ছা তোমার ঘর কোনটা....?
ঐ যে গ্রামের শেষে বড় তেতুল গাছের নিচে ছোট্ট দু'চাল টিনের ঘরটা ঐডাই আমার ঘর__ আচ্ছা আমি এহন যায়, মেলা কাজ বাকি.....
তারপর থেকে সবসময় ফেরিওয়ালার সাথে কথা হতো......(আস্তে আস্তে রীনাও প্রেমে পড়ে যায়)
একদিন হঠাৎ রীনা ফেরিওয়ালাকে বলল...
তোমার কি বিয়ে হয়েগেছে...?
নাহ্   আমাগোর মতো গরীব পোলাগোর কাছে বিয়া বসব কে...?
আমার মতো মেয়েরা ___
কি বলছো এইসব,,,, আমি সামান্য ফেরিওয়ালা মাত্র__
তাইতো তোমাকে বিয়ে করতে চায়..
ক্যান....?
তেমার কাছ থেকে সারাজীবন চুরি কিনব বলে.....? 
আর আমি একটা কথা বলব....?
হু,বল....😱
আমার কাছেও তোমারে ভালো লাগছিল,যেই দিন তোমার কাছে প্রথম চুরি বিক্রি করতে আসছিলাম......💑
তাহলে তখন বলনি কেন....?
যদি তুমি রাজি না হও,,,আর আমাকে এই রাস্তা দিয়ে আসতে নিষেদ কর,,,, সেই ভয়ে_
তাহলে কি হতো...?😩
তোমাকে আর সবসময় দেখতে পেতাম না...
তুমি আমাকে এতো ভালোবাস......?😱
হুম,, এতো দিন তার চেয়েও বেশি ভালোবেসেছি কিন্তু তোমাকে হারানোর ভয়ে বলতে পারিনি.....😫
এখন আর ভয় নেই,আমি সারাজীবন তোমার চুরিওয়ালী হয়ে থাকতে চায়___😉

আর এভাবেই শুরু হয় ভালবাসার এক নতুন অধ্যায়_________😍

_______________💝সমাপ্ত💝__________

Collected

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ